শিরোনাম ::
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ইমরান খানের সঙ্গে বসতে রাজি ক্ষমতাসীন জোট সরকার

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩


ইসলামাবাদ, ৮ এপ্রিল – পাকিস্তানে চরম রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট চলছে। সংকট সমাধানে বর্তমান বিরোধী দল এবং সাবেক ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই ইনসাফ পার্টি (পিটিআই) আলোচনার প্রস্তাব দিয়েছে।

আলোচনা নিয়ে শাসক জোটে মতানৈক্য দেখা দিয়েছে।

জিও টিভির খবর অনুসারে, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) আলোচনায় বসতে ইতিবাচক। কিন্তু পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এবং জমিয়াত উলামা-ই ইসলাম ফজল (জেইউআই-এফ) আলোচনায় বসার মতো বিষয়ে দ্বিমত পোষণ করেছে।
শুক্রবার পিপিপির কোর কমিটির একটি বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন যৌথভাবে সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং দলের চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। তারা পাকিস্তানের আগামী নির্বাচন নিয়ে কথা বলেন। তারা বলেন, কোনো ধরনের নির্বাচন পেছানোর পক্ষপাতী তারা নন।

সূত্র: বিডিপ্রতিদিন
আইএ/ ৮ এপ্রিল ২০২৩


আরো খবর: