কিয়েভ, ০২ আগস্ট – এবার ইউক্রেনের ওডেসা অঞ্চলের দক্ষিণে বন্দর ও শিল্প স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার এই হামলা চালানো হয়।
কর্তৃপক্ষ বলছে, ড্রোন হামলায় শিল্প স্থাপনায় আগুন ধরে গেছে। সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।
আঞ্চলিক প্রধান ওলেহ কিপার জানান, এই হামলায় একটি শস্য গোডাউন ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি পরিষেবার কর্মীরা সেখানে কাজ করছেন। তবে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে ইউক্রেনের বিমান বাহিনী বলেছিল, রাশিয়ার ড্রোনগুলো গুরুত্বপূর্ণ বন্দর ইজমাইলের দিকে যাচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি কিয়েভের সঙ্গে থাকা কৃষ্ণ সাগর শস্যচুক্তি থেকে সরে আসে রাশিয়া। এরপর থেকে ইউক্রেনের বন্দরগুলোতে হামলা বাড়িয়েছে রুশ বাহিনী।
সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ০২ আগস্ট ২০২৩