শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

আরাকান আর্মির নিকট থেকে দুই বাংলাদেশি কিশোরকে ফেরত আনল বিজিবি

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

শহিদ রুবেল::

মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির নিকট থেকে দুই বাংলাদেশি কিশোরকে ফেরত আনল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের ঘুমধুম ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে বিজিবির কাছে তাদের হস্তান্তর করা হয়।

এই দুই কিশোর হলো মোঃ ছাবের (১৪) এবং মোঃ আব্দুর রহমান (১২), যাদের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম ফুলের ডেইল গ্রামে।

বিজিবি জানায়, ১৩ আগস্ট নাফ নদীতে মাছ ধরতে গিয়েছিল তারা। মিয়ানমারের ডুবাচর দ্বীপের দিকে চলে গেলে আরাকান আর্মি তাদের আটক করে। পরিবারের কাছ থেকে তথ্য পেয়ে বিজিবি দ্রুত আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে। এরই ধারাবাহিকতায় বিজিবির কার্যকর সমন্বয়ের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত আনা সম্ভব হয়।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফেরত আনা কিশোরদের বিজিবি কর্তৃপক্ষ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো খবর: