শিরোনাম ::
ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টার সাথে দেশে বিদেশে সম্পাদক নজরুল মিন্টোর সাক্ষাৎ সিলেটের প্রথম জয়ের দিনে ঢাকার টানা ষষ্ঠ হার কক্সবাজার সৈকতে খুলনার কাউন্সিলর টিপুকে গুলি করে হত্যা, আটক ২ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার রামুতে অটোরিকশার সাথে মিনিট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত মাইনাস টু’র আশা জীবনেও পূরণ হবে না জিজ্ঞাসাবাদ শেষে ছাড়া পেলেন চিত্রনায়িকা নিপুণ থানা থেকে পালানো ওসিকে গ্রেফতারে রেড অ্যালার্ট জারি পেকুয়ায় ২০ বছর গাড়ি চলাচল নেই রব্বত আলী পাড়া সড়কে! যে সংস্কারের পরিকল্পনা আছে সেটুকু এগিয়ে নিয়ে আমরা বিদায় নেব
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

আরএসএসের সঙ্গে কৌরবের তুলনা! রাহুলের বিরুদ্ধে আরও এক মামলা

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২ এপ্রিল, ২০২৩


নয়াদিল্লি, ০১ এপ্রিল – ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ফের মানহানির মামলা হয়েছে। শনিবার হরিয়ানা রাজ্যে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের হয়েছে। দোষী প্রমাণ হলে এই মামলায় রাহুল গান্ধীর সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড হতে পারে। আগামী ১২ এপ্রিল এই মামলার শুনানি শুরু হবে।

এর আগে, ২৩ মার্চ সুরাটের একটি আদালতে মানহানির মামলায় সাজা হয় রাহুল গান্ধীর। এছাড়া আরও ৪-৫টি মামলার শুনানি চলছে ভারতের বিভিন্ন আদালতে।

জানা যায়, জানুয়ারি মাসে হরিয়ানার কুরুক্ষেত্রে ভারত জোড়ো যাত্রা চলাকালীন আরএসএস নিয়ে অবমাননাকর মন্তব্য করেন রাহুল গান্ধী। তিনি বলেন, ‘বর্তমানে কৌরবরা খাকি হাফ প্যান্ট পরে, হাতে লাঠি নেয় আর শাখা তৈরি করে। দেশের ২-৩ জন কোটিপতি এই কৌরবদের পাশে রয়েছে।’

তার এই মন্তব্যের জেরে মানহানির মামলা করেন আরআরএস সদস্য কমল ভাদোরিয়া। কমলের হয়ে আদালতে মামলা করেন আইনজীবী অরুণ ভাদোরিয়া।

অরুণ ভাদোরিয়া জানান, কমল ভাদোরিয়া অবমাননাকর ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাহুল গান্ধীকে আইনি নোটিশ পাঠান। কিন্তু চিঠির কোনো জবাব দেননি রাহুল গান্ধী। এরপরই তার বিরুদ্ধে হরিদ্বার আদালতে মানহানির করা হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০১ এপ্রিল ২০২৩


আরো খবর: