শিরোনাম ::
শতাধিক পণ্য ও সেবায় শুল্ক-কর বাড়িয়ে অধ্যাদেশ কক্সবাজার সৈকতে কাউন্সিলর হত্যার ঘটনায় আরেক কাউন্সিলর আটক রামুতে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে শীতার্তদের কম্বল বিতরণ রামুতে ভোক্তা অধিকারে জনসচেতনতায় কাউন্সিল অব কনজিউমার রাইটস এর মতবিনিময় সভা চকরিয়ায় মৎস্য অধিদপ্তরের উদোগে নৌযান মালিক ও সারেং দের নিয়ে প্রশিক্ষন কর্মশালা কক্সবাজার সৈকতে খুলনার সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা আদালতে কাঁদলেন খালেদা জিয়ার আইনজীবী! কেন জানেন? তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা জানালেন মির্জা ফখরুল ইউনেস্কোর কাছে সিলেটের ‘চুঙ্গা পিঠাকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতির দাবী! বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে তুরস্কের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

‘আমার তো ফ্যামিলি আছে, মান-ইজ্জত আছে’

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ৪ জুন, ২০২৩


ঢাকা, ০৪ জুন – অভিনেতা শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সুনেরাহ বিনতে কামালের ছবি ও ভিডিও ক্লিপ প্রকাশ পাওয়ার পর মুহূর্তেই সেগুলো ভাইরাল হয়ে যায়। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন রাজ-সুনেরাহ।

যদিও এর জন্য সুনেরাহকেই দায়ী করেন পরীমনি। অপরদিকে সুনেরাহ আঙুল তুলেছেন পরীমণির দিকে। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে কথা বলেন, সুনেরাহ।

অভিনেত্রী বলেন, হঠাৎ আমার ফোনে কল আসা শুরু হয়। পরে আমি অনলাইনে গিয়ে দেখে হতবাক হয়ে যাই। এই ভিডিও তিন বছর আগের। আমি জানতামই না যে, এ ধরনের ভিডিও আছে।

অভিনেত্রী আরও বলেন, ভিডিওটি দেখার পর প্রথমে রাজকে ফোন দিই আমি। বলি এটা কি তুই করেছিস। পরে রাজ বলে, সুনেরাহ তোর কি মনে হয় আমি করেছি? আমি শুধু তোকে জিজ্ঞেস করছি, তুই বল? ওর ভয়েসে খুব কান্না ছিল।

পরে রাজ আমাকে বলে, বুঝতে তো পারছিস কে করেছে? পরে রাজকে বললাম, তোর তো পাবলিকলি কথা বলা উচিৎ। বিষয়টি পরিষ্কার করতে হবে। কারণ, মানুষ আমাকে ভুল বুঝতেছে।

সুনেরাহ বলেন, পরে দেখি পরীমনি আমাকে মেনশন দিয়ে দোষারোপ করছে। অথচ আমি এ বিষয়ে কিছুই জানতামই না। শুধু তাই নয়, পরীমনি বলছে, রাজ আমার সঙ্গে ছিল। অথচ কোনো যোগাযোগই ছিল না। এটা কল রেকর্ড এবং লোকেশন চেক করলেই পাওয়া যাবে।

তিনি বলেন, আমার তো আসলে ফ্যামিলি আছে, মান-ইজ্জত আছে। বিষয়টি মানুষ সব কিছু বুঝছে। পরীমনির সংসারভাঙার ক্ষেত্রে আমার কোনো ইনভলভমেন্ট নেই। এ বিষয়টি রাজও এবং আমি দুজনেই ক্লিয়ার করেছি। যে কেউ তদন্ত করলে সত্যটা বেরিয়ে আসবে। আমি চাই, তদন্ত হোক। বিশেষ করে ফোনের লোকেশন চেক করা হোক। কে কোথায় ছিল।

আইএ/ ০৪ জুন ২০২৩


আরো খবর: