শিরোনাম ::
সংস্কার ছাড়া নির্বাচন হলে সেটা হবে নির্বাচনের গণহত্যা শাওন-সাবাকে ডিবিতে টানা জিজ্ঞাসাবাদ চলছে, এখনও মামলার সিদ্ধান্ত হয়নি ৫৭ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড প্রস্তুত করেছে টিসিবি আগের থেকে আরও বেশি ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে চকরিয়ায় প্রতিবন্ধীদের মাঝে কৃত্রিম হাত-পা ও সহায়ক উপকরণ বিতরণ করলেন সালাহউদ্দিন কক্সবাজারে রমজানে মোবাইল কোর্ট পরিচালনা ও রোহিঙ্গা ক্যাম্পে চেকপোস্ট বৃদ্ধির সিদ্ধান্ত কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর কক্সবাজারের সাবেক ডিসি কারাগারে চকরিয়ায় ভাতিজার নানামুখী অত্যাচার নির্যাতন ও অস্ত্র দিয়ে ফাঁসানোর হুমকিতে এলাকাছাড়া চাচার পরিবার যে কারণে দেশ ছাড়ছেন নুসরাত ফারিয়া
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

আবু সাঈদের মৃত্যুর দিন প্রতিবছর বন্ধ থাকবে বেরোবি ক্যাম্পাস

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫


রংপুর, ০৮ ফেব্রুয়ারি – বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। তার মৃত্যুর দিনকে স্মরণীয় করে রাখতে ওইদিন ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বেরোবি কর্তৃপক্ষ।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ১১০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী।

তিনি বলেন, শহীদ আবু সাঈদের স্মরণে ১৬ জুলাই ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা হবে। তবে প্রশাসনিক কার্যক্রম চলবে। এ ছাড়াও যথাযথ মর্যাদায় দিনটি পালন করা হবে।

উপাচার্য বলেন, জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করার জন্য শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি থেকে যে নির্দেশনা এসেছে, তা ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। তবে আহত শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে তাদের হল ভাড়া ও বিভাগের উন্নয়ন ফি মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন-অর-রশিদ, ছাত্র উপদেষ্টা ইলিয়াস প্রামানিক, সিন্ডিকেট সদস্য তাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।



আরো খবর: