দামেস্ক, ১১ এপ্রিল – পূর্ব সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। ওই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সেনারা থাকে। মার্কিন সেনাবাহিনী এই হামলার তথ্য জানিয়েছে। তবে হামলায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, সোমবার পূর্ব সিরিয়ার মিশন সহায়ক সাইট কনোকোতে একটি রকেট আঘাত হানে। আরেকটি রকেট পাওয়া যায় অ্যাটাক পয়েন্টে। তবে কেউ হামলার দায় স্বীকার করেনি।
যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধপর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, ‘পূর্ব সিরিয়ায় অবস্থান করা ইরান সমর্থিত যোদ্ধারা এই হামলা চালাতে পারে।’
গত মার্চে সিরিয়ার মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় একজন ঠিকাদারসহ দুইজন নিহত হয়। ঘটনার পর প্রতিশোধমূলক বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র
ওই হামলার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছিলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সম্পর্কিত গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। অস্টিন বলেন, ‘আমাদের সেনাদের ওপর হামলা চালানোর পর কেউ দায়মুক্তি পাবে না।’
মার্কিন জেনারেল এরিক কুরিলা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে অবস্থান করা তাদের সেনাদের ওপর ইরান সমর্থিত গোষ্ঠী ২০২১ সালের শুরু থেকে এখন পর্যন্ত ৭৮ বার হামলা চালিয়েছে। সূত্র: এপি
সূত্র: বিডিপ্রতিদিন
আইএ/ ১১ এপ্রিল ২০২৩