বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:৪১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

আফগানদের কাছে হেরে সেমিফাইনালের পথ কঠিন হলো বাংলাদেশের

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪


ঢাকা, ২১ অক্টোবর – এশিয়ান ইমার্জিং কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৬৫ রানের লক্ষ্য দিয়ে চ্যালেঞ্জটা ভালোই জানিয়েছিল বাংলাদেশ। তবে আফনগানিস্তানের সেদিকুল্লাহ আতাল নিজের ব্যাটকে আজ বানিয়েছেন খাপখোলা তলোয়ার। ৯৫ রানের দুর্ধর্ষ ইনিংস খেলে একা হাতেই হারিয়ে দিয়েছেন বাংলাদেশকে।

ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে আজ প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রানে থামে বাংলাদেশ। জবাব দিতে নেমে ৫ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানরা।

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের ওপেনার পারভেজ হোসেন ইমন ৩২ বলে ৫৪ রান করেন। সমান ৪টি করে চার ও ছক্কা হাঁকান তিনি। তবে টপ অর্ডারের অন্য ব্যাটাররা ছিলেন ব্যর্থ। জিশান আলম ও সাইফ হাসান ব্যাট করেছেন এক শ’র কম স্ট্রাইকরেটে।

চারে নেমে শুরুতে ধীরগতিতে খেলেন তাওহিদ হৃদয়। পাঁচে নামা অধিনায়ক আকবর হোসেনও এদিন ৫ রানের বেশি করতে পারেননি। ৯৪ রানেই ৪ উইকেট হারিয়ে বসে টাইগাররন। তবে শেষদিকের কয়েক ওভারে দৃষ্টিনন্দন সব শটে দলে চ্যালেঞ্জিং সংগ্রহের দিকে নিয়ে যান হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারী। শেষ পর্যন্ত হৃদয় ৩১ বলে ৪২ রানে ও শামীম ২৮ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন।

পরে ব্যাটিং করা আফগানিস্তানের হয়ে আতাল ছাড়া কেউ বিশ রানের ইনিংসও খেলতে পারেননি। ৫৫ বলে অপরাজিত ৯৫ রানের ইনিংস খেলে দলের সহজ জয় নিশ্চিত করেন আতাল। ৯টি চারের পাশাপাশি ৫টি ছক্কা হাঁকান তিনি।



আরো খবর: