মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

অ্যাটর্নি জেনারেল পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন ট্রাম্প মনোনীত ম্যাট গেটজ

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪


ওয়াশিংটন, ২২ নভেম্বর – প্রেসিডেন্ট হিসেবে জয় লাভের পর আমেরিকার নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে ম্যাট গেটজকে বেছে নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যৌন কেলেঙ্কারিসহ বিভিন্ন কারণে বিতর্কের মুখে পড়ায় নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেন ম্যাট। সিনেটে নিজ দল রিপাবলিকানদের বিরোধিতার মুখে বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেন তিনি।

অ্যাটর্নি জেনারেল হিসেবে ম্যাটকে মনোনয়ন ছিল কংগ্রেসের ওপর ট্রাম্পের প্রভাবের একটি পরীক্ষাও। তবে ম্যাটকে ট্রাম্পের এই মনোনয়ন ভালোভাবে নেননি অনেক রিপাবলিকান আইনপ্রণেতা। যৌন কেলেঙ্কারি, মাদক গ্রহণের অভিযোগ ছাড়াও সাবেক স্পিকার কেভিন ম্যাককার্থির অপসারণের পেছনের কারিগর বলে ম্যাটকে মনে করেন তারা।

কেন নাম প্রত্যাহার করে নিলেন ম্যাট গেটজ?

যৌন কেলেঙ্কারিসহ বিভিন্ন কারণে বিতর্কের মুখে পড়েন ম্যাট গেটজ। ১৭ বছরের কম বয়সী এক কিশোরীর সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। যদিও ম্যাট এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

ম্যাট গেটজের পরিবর্তে কে হচ্ছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল?



আরো খবর: