বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

অস্ত্র ও গুলিসহ উখিয়ার মধুরছড়া ক্যাম্পের ৩ সন্ত্রাসী আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

কক্সবাজার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ ৩ জন সন্ত্রাসীকে আটক করেছে।

১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন মধুরছড়া ক্যাম্পের সদস্যরা সোমবার ভোররাতে ক্যাম্প-৪, ব্লক-ই-১৪ এর জোবায়ের মোহাম্মদের বসতঘর থেকে তাদেরকে আটক করে।

এসময় তাদের শরীরে তল্লাশী চালিয়ে একটি দেশীয় তৈরী ও দুইটি কার্টুজ উদ্ধার করেন। ধৃতরা হচ্ছে জোবায়ের মোহাম্মদ (২২), মোঃ আয়াছ (২২) ও আয়াত উল্লাহ (২৫)।

৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মো. নাইমুল হক সোমবার রাত সাড়ে ৯টার দিকে জানান, অস্ত্র সহ কয়েকজন সন্ত্রাসীর অবস্থানের খবরে সেখানে অভিযান চালানো হয়। এসময় পালানোর সময় ৩ সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করা হয়। ধৃতরা তথাকথিত আরসার সদস্য বলেও জানান তিনি।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জব্দ অস্ত্রসহ আটকদের উখিয়া থানায় সোপর্দ করে মামলার প্রক্রিয়া চলছে।


আরো খবর: