নিয়ামে, ২৭ সেপ্টেম্বর – দুই মাস ধরেই ফ্রান্সের সঙ্গে টানাপড়েন চলছে পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের। বক্তব্য-পাল্টা বক্তব্যে দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। এমন পরিস্থিতিতে আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) নাইজার ত্যাগ করেছেন ফরাসি রাষ্ট্রদূত সিলভাইন ইত্তে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, বুধবার সকালে প্যারিসের উদ্দেশে নাইজার ছেড়েছেন রাষ্ট্রদূত সিলভাইন ইত্তে। নাইজার থেকে রাষ্ট্রদূত ও সেনাদের সরিয়ে নেওয়া নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর ঘোষণার তিন দিনের মাথায় নিয়ামি ছাড়লেন সিলভাইন ইত্তে।
গত জুলাই মাসের সেনা অভ্যুত্থানের পর থেকে নাইজারের নতুন জান্তা সরকারের সঙ্গে ফ্রান্সের সম্পর্ক তলানিতে ঠেকেছে। এ ছাড়া দেশটির জনগণের মধ্যেও ফ্রান্সবিরোধী মনোভাব বেড়ে চলেছে। নাইজার থেকে ফরাসি সেনা প্রত্যাহারে রাজধানী নিয়ামির ফরাসি সেনাঘাঁটির সামনে পর্যন্ত বিক্ষোভ করেছেন তারা।
জনগণের ফ্রান্সবিরোধী এই মনোভাবের সুযোগে অভ্যুত্থানের পরপরই ফরাসি রাষ্ট্রদূত ও সেনাদের নাইজার ছাড়ার নির্দেশ দেয় জান্তা সরকার। এরপর রাষ্ট্রদূতের ভিসা প্রত্যাহার করে তাকে বহিষ্কার করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়। তবে জান্তা সরকারের এমন পদক্ষেপের পরও এতদিন নাইজারেই অবস্থান করছিলেন ফরাসি রাষ্ট্রদূত।
ম্যাখোঁ বলেন, নাইজার থেকে ফরাসি রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। কয়েক ঘণ্টা পরই আমাদের রাষ্ট্রদূত ও বেশ কয়েকজন কূটনীতিক ফ্রান্সে ফিরে আসবেন।
তিনি আরও বলেন, নাইজারের সঙ্গে সামরিক সহযোগিতা শেষ হয়েছে। সে দেশে থাকা দেড় হাজার ফরাসি সেনা আগামী কয়েক মাসের মধ্যেই প্রত্যাহার করা হবে। এ কাজ চলতি বছরের শেষ নাগাদ সম্পন্ন হবে।
নাইজারের দুটি নিরাপত্তা সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, রাষ্ট্রদূত ইত্তে নাইজার ছেড়েছেন। এরপর প্যারিসে প্রেসিডেন্টের কার্যালয় থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়।
সূত্র: কালবেলা
আইএ/ ২৭ সেপ্টেম্বর ২০২৩