কথিত আরসার জুবায়ের গ্রুপের আর্মস ইউনিট প্রধান আবু সিদ্দিক (৩৬) কে এপিবিএন পুলিশ গ্রেপ্তার করেছে। তার ঘর হতে দেশী তৈরী এলজি, এপিবিএন ইউনিফর্ম ও সেনাবাহিনীর জুতা উদ্ধার করা হয় বলে জানা গেছে।
১৪,এপিবিএন এর অধিনায়ক নাইমুল হক জানান, ক্যাম্পের বালুরমাঠ ক্যাম্প পুলিশ সদস্যরা সোমবার এক বিশেষ অভিযান পরিচালনা করেন। রাত সাড়ে ১০ টার দিকে উখিয়ার কুতুপালং ২ ওয়েস্ট এর ওয়েস্ট/৪ ব্লক বি’র রোহিঙ্গা বশীর আহাম্মদের ছেলে আবু সিদ্দিক( ৩৬)কে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত রোহিঙ্গা এপিবিএন এর ইউনিফর্ম সংগ্রহ করেছে রাতের বেলায় রোহিঙ্গা ক্যাম্পে সাংগঠনিক কাজ করার জন্য। কারন রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশ কাজ করে।
তাদের ইউনিফর্ম হলে পুলিশ পরিচয়ে অপকর্ম করতে সুবিধে হয় বলে সে জানায়। প্রাথমিক ও স্থানীয় ভাবে জানা গেছে সে কথিত আরসা’ নেতার জুবায়ের গ্রুপের আর্মস ইউনিটের প্রধানের দায়িত্ব পালন করে আসছিল বলে এপিবিএন এর উক্ত কর্মকর্তা জানান।