বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:২৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

যুক্তরাজ্যে শরণার্থীবিরোধী বিক্ষোভ: পুলিশসহ আহত ৩, গ্রেপ্তার ১৫

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩
যুক্তরাজ্যে শরণার্থীবিরোধী বিক্ষোভ: পুলিশসহ আহত ৩, গ্রেপ্তার ১৫


লন্ডন, ১১ ফেব্রুয়ারি – যুক্তরাজ্যে লিভারপুলের ইংলিশ সিটির কাছে শরণার্থীবিরোধী বিক্ষোভের ঘটনা ঘটেছে। বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়ে এক পুলিশ সদস্যসহ আহত হয়েছেন তিনজন। এ ঘটনায় পুলিশ ১৫ জনকে গ্রেপ্তার করেছে।

আশ্রয়প্রার্থীদের থাকার জন্য ব্যবহৃত একটি হোটেলের বাইরে এ ঘটনা ঘটে। খবর- আল-জাজিরার।

শনিবার প্রকাশিত খবরে মার্সিসাইড পুলিশ বিভাগের বরাতে জানানো হয়, নোসলিতে ঘটনার সময় একজন পুলিশ কর্মকর্তা ও দুইজন বেসামরিক ব্যক্তি সামান্য আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, কিছু বিক্ষোভকারী ‘ইটপাটকেল’ ছুড়ে মারে এবং একটি পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। গ্রেপ্তারদের বয়স ১৩ থেকে ৫৪ বছরের মধ্যে।

মার্সিসাইডের পুলিশ কমিশনার এমিলি স্পুরেল রেডিও সিটিকে বলেন, এটি বিপজ্জনক ঘটনা ছিল। পুলিশ অফিসারদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আল-জাজিরা জানায়, যে হোটেলের সামনে বিক্ষোভ হয়েছে, সেটি গত বছর থেকে আশ্রয়প্রার্থীদের অস্থায়ীভাবে থাকার জন্য ব্যবহার করা হচ্ছে।

যুক্তরাজ্যের পার্লামেন্টে নোসলির প্রতিনিধিত্বকারী জর্জ হাওয়ার্থ বলেছেন, নোসলির মানুষ ধর্মান্ধ নয়। নিরাপত্তার জায়গার সন্ধানে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান থেকে পালিয়ে আসা লোকদের তারা স্বাগত জানাচ্ছে। উদ্বাস্তুদের বিরুদ্ধে এই বিক্ষোভকে তিনি বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেন।

সূত্র: সমকাল
এম ইউ/১১ ফেব্রুয়ারি ২০২৩





আরো খবর: