মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০২:২৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

হামলার আশঙ্কায় মুম্বাইয়ে হাই অ্যালার্ট জারি

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩
হামলার আশঙ্কায় মুম্বাইয়ে হাই অ্যালার্ট জারি


ভারতের মুম্বাইয়ে ফের জঙ্গি হামলার হুমকি দেয়া হয়েছে। এরপরই মুম্বাইসহ মহারাষ্ট্রে কয়েকটি শহরে হাই অ্যালার্ট জারি করছে প্রশাসন।

সংবাদমাধ্যমের তথ্যমতে, সম্প্রতি এক ব্যক্তি নিজেকে তালেবান ঘনিষ্ঠ পরিচয় দিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ’র কাছে ইমেইল করে হামলার হুমকি দিয়েছে।

বৃহস্পতিবার ওই মেইল পাওয়ার পরই এ নিয়ে তদন্তে নেমেছে এনআইএ ও মুম্বাই পুলিশ। একইসঙ্গে মুম্বাই, মহারাষ্ট্র পুলিশ, স্টেট অ্যান্টি টেররিজম স্কোয়াড এবং ৯৫টি থানা এলাকায় এটিসিকে সতর্ক করে দেয়া হয়। কোথাও কোনো রকম সন্দেহজনক বস্তু পাওয়া গেলেই দ্রুত পদক্ষেপ নেয়ার ব্যাপারেও নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে গত জানুয়ারিতে মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে একটি ফোনে জঙ্গি হামলার হুমকি আসে। গত বছরের অক্টোবরেও বিভিন্ন ফোনে মুম্বাইয়ে হামলার হুমকি আসে। ওই ফোনে বলা হয়, মুম্বাইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়াগায় বোমা রাখা রয়েছে।

২০০৮ সালে মুম্বাইয়ের বেশ কিছু জায়গায় জঙ্গি হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়েছিলো।

সূত্র: বাংলাদেশ জার্নাল


আরো খবর: