মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১০:২৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রামুতে র‍্যাবের হাতে আরসা সদস্যসহ ২ রোহিঙ্গা গ্রেফতার

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩

কক্সবাজারের রামুর চেইন্দা এলাকা থেকে মিয়ানমারের বিছিন্নতাবাদী সংগঠন আরাকান স্যালভেশন আর্মি (আরসা)-এর সদস্যসহ দুইজন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান (র্যাব-১৫)।

আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোরে কক্সবাজার টেকনাফ সড়কের রামুর চেইন্দা এলাকার র‌্যাব-১৫ এর কার্যালয়ের সামনে তল্লাশি চৌকি বসিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

গ্রেফতারকৃতরা হলো টেকনাফের ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের দিল মোহাম্মদের ছেলে মো. শফিক প্রকাশ হাফেজ শফিক (৩০) ও একই কম্পের ডি ব্লকের রশিদ আহমেদের ছেলে ইসলাম (২৬)।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানিয়েছেন, অভিযানে গ্রেফতার হাফেজ শফিক টেকনাফ থানায় দায়ের হওয়া অস্ত্র মামলার আসামী। আর ইসলাম মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘আরসা’র সন্ত্রাসী যার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।

গ্রেফতার দুইজনকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।


আরো খবর: