সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে গহীন পাহাড় থেকে অপহৃত দুই যুবক উদ্ধার

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩
টেকনাফে গহীন পাহাড় থেকে অপহৃত দুই যুবক উদ্ধার

 

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড় থেকে অপহৃত দুই যুবককে উদ্ধার করেছে পুলিশ। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রবিবার দুপুর ২ টার দিকে টেকনাফ থানাধীন বাহারছড়া  ইউনিয়নের দক্ষিণ শিলখালী চৌকিদার পাড়া এলাকার নুরুল আমিনের ছেলে রহমত উল্লাহ(২৫) একই এলাকার আলী আকবরের ছেলে আব্দুল হাফিজ(২০) কে গহীন পাহাড়ে  জ্বালানি কাঠ সংগ্রহ করতে গেলে ওঁৎ পেতে থাকা মুখোশ পরা অস্ত্রধারীরা তাদের অপহরণ করে।

এমন সংবাদ পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ তাৎক্ষণিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে জরুরি ভিত্তিতে গহীন পাহাড়ে স্থানীয় মেম্বার, কমিউনিটি পুলিশের সদস্য, চৌকিদারসহ  লোকজনকে সাথে নিয়ে কয়েক ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে অস্ত্রধারী অপহরণকারীরা ভীত হয়ে অপহৃতদের রেখে দ্রুত গহীন অরণ্যে আত্মগোপন করে। পুলিশের সদস্যগণ অপহৃত দু’জনকে হাত বাঁধা অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে। অপহৃতদের পরিবারের নিকট হস্তান্তর করে।

তিনি আরো জানান,অপহৃতদের মানসিক অবস্থার উন্নতির পর তাদের জিজ্ঞাসাবাদ পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জড়িত অপহরণকারীদের খোঁজে পাহাড়ে ব্যাপক অভিযান অব্যাহত আছে।


আরো খবর: