ঢাকা, ৩০ জানুয়ারি – আগামী ৬ ফেব্রুয়ারি থেকে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ শুরু হবে। ছয়দিনের এ প্রশিক্ষণের প্রতি ব্যাচে ৩০ জন শিক্ষক প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করবেন। এভাবে পর্যায়ক্রমে শিক্ষকদের এ প্রশিক্ষণ শেষ হবে আগামী ১২ মার্চ।
রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ বিভাগ) মো. মাহবুবুর রহমান বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. মাহবুবুর রহমান বিল্লাহ বলেন, কোনো অবস্থাতেই একজন শিক্ষক একাধিকবার প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন না। একটি বিদ্যালয় থেকে একই ব্যাচে একাধিক শিক্ষক মনোনয়ন দিতে পারবেন না।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চের মধ্যে প্রশিক্ষণ সমাপ্ত করতে হবে। কোনো বিশেষ কারণে সময় পরিবর্তন করতে হলে প্রশিক্ষণ বিভাগকে অবহিত করতে হবে। সাপ্তাহিক ছুটির দিনেও (শুক্রবার ও শনিবার) প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে।
প্রসঙ্গত, বর্তমানে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৬২০টি। এসব বিদ্যালয়ে শিক্ষক আছেন ৩ লাখ ৫৯ হাজার ৯৫ জন। এর মধ্যে পুরুষ শিক্ষক ১ লাখ ২৬ হাজার ৪৩০ এবং নারী শিক্ষক ২ লাখ ২৯ হাজার ৯৩৬ জন।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ৩০ জানুয়ারি ২০২৩