শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:২০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মেসির আইনজীবীকে নিয়ে লড়বেন আলভেজ

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩
মেসির আইনজীবীকে নিয়ে লড়বেন আলভেজ


ব্রাসিলিয়া, ২৫ জানুয়ারি – নারীকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেজ। জেল থেকে মুক্ত হতে তার পরিবার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির বিখ্যাত আইনজীবী ক্রিস্টোবাল মার্তেলের দ্বারস্থ হয়েছেন।

ক্রিস্টোবাল মার্তেল একসময় লিওনেল মেসির মামলা সামলেছেন। স্পেনের পিপলস পার্টির কোষাধ্যক্ষ আলভারো লাপুয়ের্তার অ্যাটর্নিও ছিলেন তিনি। শুধু তাই নয়, বার্সেলোনা ক্লাবের সাবেক সভাপতি জোসেপ লুইজ নুনেজের অ্যাটর্নিও ছিলেন মার্তেল।

আলভেসের বিরুদ্ধে অভিযোগ, ৩০ ডিসেম্বর স্পেনের বার্সেলোনার একটি নৈশ ক্লাবে অনুমতি ছাড়াই এক নারীকে স্পর্শ করেছিলেন। সেই অভিযোগ আমলে নিয়ে সাবেক বার্সেলোনা তারকার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত চলছে স্পেনে।

গত শুক্রবার সকালে সাক্ষ্য দিতে আলভেস বার্সেলোনার থানায় যাওয়ার পর জিজ্ঞাসাবাদ শেষে তাকে আটক করে পুলিশ। শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসা আলভেসকে এখন আদালতে তোলা হবে। আন্তর্জাতিক ও ক্লাব ক্যারিয়ার মিলিয়ে ৪৩ শিরোপা জয়ের রেকর্ড তার।

গ্রেপ্তার হওয়ার পরপরই আলভেসের সঙ্গে চুক্তি বাতিলের কথা জানিয়েছে তার ক্লাব পুমাস।

সূত্র: আমাদের সময়
আইএ/ ২৫ জানুয়ারি ২০২৩





আরো খবর: