সংবাদ বিজ্ঞপ্তি ::
সকল কল্পনা জল্পনা শেষে বহুল প্রতিক্ষার উখিয়া প্রেসক্লাবের কার্যকরী পরিষদের দ্বিবার্ষিক (২০২২-২৩) নির্বাচন শুক্রবার অনুষ্ঠিত হবে।
শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত প্রেসক্লাব চত্বরে এ ভোটগ্রহণ চলবে।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে জসিম উদ্দিন চৌধুরী, নির্বাচন কমিশনার হিসেবে এ এইচ সেলিম উল্লাহ, আবদুল্লাহ আল আজিজ দায়িত্ব পালন ও সার্বিক বিষয়ে দেখাশোনা করছেন।
প্রধান নির্বাচন কমিশনার জসিম উদ্দিন চৌধুরী জানান, মনোনয়ন পত্র যাচাই বাচাই ও প্রত্যাহার শেষে চুড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছিল। নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর একটি টিম মোতায়েন করা হবে। নির্বাচনে ২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
প্রধান নির্বাচন কমিশনার আরও জানান, উখিয়া প্রেসক্লাবের দ্বিবার্ষিক (২০২২-২৩) নির্বাচনে সভাপতি পদে- এস,এম আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম, ফারুখ আহমদ। সহ-সভাপতি পদে সাইফুর রহিম শাহীন, দ্বীপন বিশ্বাস, হানিফ আজাদ, নুর মোহাম্মদ সিকদার। সাধারণ সম্পাদক পদে রতন কান্তি দে, হুমায়ুন কবির জুশান। সহ-সাধারণ সম্পাদক পদে মাহমুদুল হক বাবুল, ওবাইদুল হক চৌধুরী আবু। অর্থ সম্পাদক পদে-আমিনুল হক আমিন, সুলতান মাহমুদ চৌধুরী। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে কাজী হুমায়ুন কবির বাচ্ছু, মোহাম্মদ ইব্রাহীম। কার্যনির্বাহী সদস্য পদে এডভোকেট আব্দুর রহিম, নুরুল হক খানঁ, গফুর মিয়া চৌধুরী, মুহাম্মদ নুরুল হক, আমানুল হক বাবুল, মোহাম্মদ ফেরদৌস প্রতিদ্বনদ্বিতা করছেন।
এইছাড়া মনোনয়নপত্র প্রত্যাহারের দিনে এক প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করায় প্রাথমিকভাবে দপ্তর ও ক্রীড়া সম্পাদক পদে শফিউল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।