সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি খুন

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩

কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে এক রোহিঙ্গা নেতা(মাঝি)নিহত হয়েছেন।

নিহত হলেন উখিয়ার ১৫নাম্বার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকের বাসিন্দা মৃত আবদুল হাকিমের ছেলে মোহাম্মদ রশিদ(৩৩)।

তিনি ওই ক্যাম্পের হেড মাঝির দায়িত্ব পালন করছেন।বর্তমানে নিহতদের লাশ ক্যাম্প অভ্যন্তরের থাকা এমএস এফ হাসপাতালে রয়েছে বলে এপিবিএন সদস্যরা জানিয়েছেন।

শনিবার (৭ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।


আরো খবর: