সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে সাড়ে ৫ কোটি টাকার মাদক জব্দ

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ২ জানুয়ারি, ২০২৩

কক্সবাজারের টেকনাফে ১ কেজি ৬৫ গ্রাম ক্রিস্টালমেথ (আইস) ও ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা।

সোমবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এসময় মিয়ানমার থেকে দেশে প্রবেশ করা একটি মাদক ভর্তি বস্তা জব্দ হয়। তবে মাদক পাচারকারীরা নাফ নদীতে ঝাপ দিয়ে সাঁতরে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। পরে বস্তাটির ভেতর থেকে ১ কেজি ৬৫ গ্রাম ক্রিস্টালমেথ (আইস) ও ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরো খবর: