শিরোনাম ::
পেকুয়ায় দুই ভাইকে কুপিয়ে জখম উখিয়ার নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া জেলেদের ছেড়ে দিল ‘আরাকান আর্মি রামু উপজেলা পরিষদ নির্বাচনে ১০ জনের মনোনয়ন দাখিল উখিয়ায় বিএনপি প্রার্থী সুলতানের সংবাদ সম্মেলন : নির্বাচন বর্জনের ঘোষণা চকরিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ১৫ যাত্রী আহত কাল বৈশাখীর তান্ডব : চকরিয়া-পেকুয়ায় উড়ে গেছে বসতঘর চকরিয়ায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ টেকনাফে একই পরিবারের তিনজন অপহরণ, ৮ ঘন্টা পর উদ্ধার টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়ন ফরম জমা দল নয় জনগণের চাওয়ায় আমার কাছে গুরুত্বপূর্ণ- পেকুয়ায় বিএনপি নেতা রাজু
শনিবার, ০৪ মে ২০২৪, ০৩:৪০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রামু উখিয়ারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও স্কুল ড্রেস বিতরণ সম্পন্ন

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

রামু প্রতিনিধি::

রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা বলেছেন- করোনার কারণে শিক্ষা ব্যবস্থায় অপূরনীয় ক্ষতি হয়েছে। সরকার সে ক্ষতি কাটিয়ে উঠতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। শিক্ষক-অভিভাকক, শিক্ষার্থী সহ সকলের আন্তরিক প্রচেষ্টায় মানসম্পন্ন পাঠদানের মাধ্যমে আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত মা সমাবেশ ও স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফাহমিদা মুস্তফা এসব কথা বলেন।
মঙ্গলবার, ২০ ডিসেম্বর সকালে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন- বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও সাইমুম সরওয়ার কমল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান। এতে স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গৌর চন্দ্র দে, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ রবিন, তথ্য সেবা কর্মকর্তা সুমী খাতুন ও বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি, ইউপি সদস্য নুরুল ইসলাম। এতে শিক্ষকদের পক্ষে সুভাষ বড়–য়া এবং অভিভাবকদের পক্ষে রেখা বড়–য়া বক্তব্য রাখেন।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক চিকু বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য পিয়ার মোহাম্মদ ও আমিনা সুলতানা, পিটিএ সদস্য মো. হাছান, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুজিবুর রহমান, জয়নুল আবেদীন, উম্মে সৈয়দা বেগম সোয়েলা, প্রণয় বড়–য়া, পারভীন সুলতানা, শামীমা নাসরিন, চুমকু বড়–য়া প্রমূখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের দরিদ্র ও সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের স্কুল ড্রেস বিতরণ করা হয়। এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, শতাধিক মা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আরো খবর: