রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পল্লী চিকিৎসকের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে রোহিঙ্গা আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

উখিয়ায় দীর্ঘদিন ধরে পল্লী চিকিৎসার আড়ালে মাদকের কারবার করে আসছিলেন রোহিঙ্গা নাগরিক মো. ফোরকান (৩৯)। অবশেষে ১০ হাজার পিস ইয়াবাসহ রবিবার (৪ ডিসেম্বর) দুপুরের দিকে পানবাজার ৯ নম্বর ক্যাম্প থেকে পুলিশের হাতে আটক হন তিনি।
আটক ব্যক্তি উখিয়া উপজেলার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি/২৪ ব্লকের মোহাম্মদ সিদ্দিকের ছেলে।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)–এর সহকারী পুলিশ সুপার (অপস্ অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ জানান, রোহিঙ্গা মো. ফোরকান একজন স্থানীয় পল্লী চিকিৎসক। তিনি দীর্ঘদিন ধরে পল্লী চিকিৎসার আড়ালে মাদকের কারবার করে আসছিলেন। বিষয়টি জানার পর থেকে তার কার্যক্রমের ওপর গোয়েন্দা নজরদারি চলছিল। অবশেষে রবিবার (৪ ডিসেম্বর) পাচারকালে ১০ হাজার ইয়াবাসহ তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
তিনি জানান, জব্দকৃত মাদকসহ আটক আসামিকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আরো খবর: