রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:১৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ডুলাহাজারা সাফারি পার্কের হাতি ‘সৈকত বাহাদুরের’ মৃত্যু

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

কক্সবাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের পালিত ৩২ বছর বয়সী বন্যহাতি সৈকত বাহাদুরের মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) বিকেল ৪টার সময় পার্কের ভিতরে হাতির গোদা নামক স্থানে হঠাৎ করেই হাতিটি মৃত্যুর কুলে ঢলে পড়ে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মো. মাজাহারুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রতিদিনের মতো বঙ্গবন্ধু সাফারি পার্কের হাতির গোদা নামক স্থানে খাবার খাচ্ছিল পালিত হাতি ‘সৈকত বাহাদুর’। খাবার খেতে খেতে হঠাৎ সৈকত বাহাদুর অজ্ঞান হয়ে পরে। তাৎক্ষণিক ভেটেনারি চিকিৎসক নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় সৈকত বাহাদুর বেঁচে নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

তিনি আরও বলেন, হাতির ময়নাতদন্ত রিপোর্টও সংশ্লিষ্ট দপ্তরের জমা দেওয়া হবে।


আরো খবর: