কক্সাবাজারের টেকনাফ থানার হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা মগপাড়ার নিমার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
তিনি জানান, উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত এক ব্যক্তির দেহ এবং শয়ন কক্ষ ও আশপাশ এলাকা তল্লাশি করে শয়ন কক্ষের একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে মোট ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো নাইক্ষ্যংছড়ি বাইশারী ৮নং ওয়ার্ডের ধৈদয়া বাপের পাড়ার ( বর্তমান ঠিকানা হ্নীলা ৩ নং ওয়ার্ড মগপাড়া) মৃত মংক্যনু মার্মার ছেলে ছিংওয়াই মার্মা (১৯) এবং হোয়াইক্যং ২নং ওয়ার্ড বালুখালী খারাইংগাঘোনার মৃত আবুল মঞ্জুরের ছেলে আনোয়ার হোসেন (৩০)।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।