কুতুবদিয়া প্রতিনিধিঃ
কক্সবাজার কুতুবদিয়ায় জেলেদের জালে আটকা পড়েছে ৩৭ কেজি ওজনের বিশাল এক লাল পোয়া মাছ। এই মাছটি বিক্রি হয়েছে সাড়ে ৩ লাখ টাকায়। মঙ্গলবার রাতে সাগরে মাছটি ধরা পড়ে।
স্থানীয় মাছ ব্যবসায়ী রহিম উদ্দিন বলেন, কুতুবদিয়ায় কৈয়ারবিল ইউনিয়নের পরান সিকদার পাড়া গ্রামের বাসিন্দা আবু ছৈয়দ কোম্পানির মাছ ধরার ট্রলারে ধরা পড়া লাল পোয়া মাছটি ওজনে ৩৭ কেজি এ মাছটি সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।
জেলেরা জানান, মঙ্গলবার ভোরে কুতুবদিয়ায় কৈয়ারবিল ইউনিয়নের পরান সিকদার পাড়া গ্রামের জেলেরা প্রতিদিনের ন্যায় বঙ্গোপসাগরে মাছ শিকার করতে যান। সাগরে জাল ফেলার দীর্ঘ সময়ের পর বিকালে জাল তুললে একটি বড় লাল পোয়া মাছ পাওয়া যায়। মাছটির ওজন ৩৭ কেজি।মাছটি নিয়ে কৈয়ারবিল সমিতির রোডে ফিরে আসার পর উৎসুক জনতার ভীড় জমে যায়।
কুতুবদিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিন জানান, এই ধরণের পোয়া মাছ গুলো সহজে পাওয়া যায় না, এ মাছ সাগরের গভীরে থাকে, ভাগ্যক্রমে জেলেদের জালে ধরা পড়ে।