ইমরান আল মাহমুদ:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৬হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) সদস্যরা।
সোমবার(২২ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ৮ এপিবিএন সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ।
তিনি বলেন,” গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে পানবাজার পুলিশ ক্যাম্পের এসআই আনোয়ার কামালের নেতৃত্বে এপিবিএন সদস্যরা বালুখালী ক্যাম্প-৮ ইস্টে অভিযান চালিয়ে ৬হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ জাকির(৩৩) কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার রোহিঙ্গা মাদক পাচারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।”
গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।