হেলাল উদ্দিন, টেকনাফ::
কক্সবাজারের টেকনাফ থেকে এক কেজি ক্রিস্টাল মেথ আইস,১০হাজার ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ মো এনামুল করিম (২৫) নামে এক মাদক কারবারি ও ডাকাতকে আটক করেছে পুলিশ।উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য সাড়ে পাঁচ কোটি টাকা।
আটক এনামুল টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লেঙ্গুরবিলের বাসিন্দা মীর কাশেমের ছেলে।
পুলিশের দাবি,আটক ব্যক্তি একজন তালিকাভূক্ত মাদক কারবারি ও ডাকাত দলের সক্রিয় সদস্য।তার বিরুদ্ধে মাদক, ডাকাতি, মারামারিসহ চারটি মামলা রয়েছে।তার কাছ থেকে ১কেজি ক্রিস্টাল মেথ (আইস),১০হাজার পিস ইয়াবা, ২টি কিরিচ,১টি রাম দা, ২টি চাপাতি,১টি দা ও ১টি হাঁতুড়ি উদ্ধার করা হয়।
আজ শনিবার ভোররাত চারটার দিকে উপজেলার সদর ইউনিয়নের তুলাতুলি এলাকার ঈদগাহ মাঠ থেকে দেশীয় অস্ত্র ও ইয়াবা, আইসসহ তাকে আটক করা হয়। এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার পুলিশ পরিদশক(অপারেশন)খোরশেদ আলম।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশের একটিদল সদর ইউনিয়নের তুলাতুলি এলাকার মৌলভী জামাল মার্কেটের বিপরীত পাশে ঈদগাহ মাঠে অভিযান চালিয়ে এক মাদক কারবারি ও ডাকাতকে আটক করতে সক্ষম হয়।এসময় আটক ব্যক্তির হেফাজতে থাকা ১কেজি ক্রিস্টাল মেথ (আইস),১০হাজার পিস ইয়াবা, ২টি কিরিচ,১টি রাম দা, ২টি চাপাতি,১টি দা ও ১টি হাতুড়ি উদ্ধার করা হয়।
পুলিশ পরিদশক(অপারেশন)খোরশেদ আলম আরও জানান,আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করার পর বিকেলে কক্সবাজার বিজ্ঞ বিচারক হাকিম আদালতে পাঠানো হয়েছে এবং তাকে তিনদিনের রিমান্ডের আবেদন করার কথা রয়েছে।