গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী::
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে শাহাবুদ্দিন (৩০) নামের তিনটি মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে ধরতে গেলে তাঁর হাতে থাকা ধারালো রামদা দিয়ে পুলিশের ওপর হামলা চালানোর চেষ্টা করা হয়। এ সময় তাঁর রামদার কোপে মোহাম্মদ রাসেল (১৮) নামের এক পথচারী আহত হন।
১৬ জুলাই শনিবার সন্ধ্যায় সাতটার দিকে মহেশখালী উপজেলার শাপলাপুর বাজারে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ধাওয়া করে রামদাসহ শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে। শাহাবুদ্দিন শাপলাপুর ইউনিয়নের ধৈল্যাছড়ি নয়াপাড়ার বশির আহমদের পুত্র বলে জানা গেছে।
মহেশখালী থানা পুলিশ জানা যায় – ১৬ জুলাই সন্ধ্যায় শাহাবুদ্দিনকে ধরার জন্য পুলিশের একটি দল উপজেলার শাপলাপুর বাজারে অভিযান চালান। এ সময় শাহাবুদ্দিন তাঁর হাতে থাকা রামদা দিয়ে পুলিশ সদস্যদের কুপিয়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তাঁর দায়ের কোপে পথচারী রাসেল আহত হন। পরে পুলিশ ধাওয়া করে রামদাসহ শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রণব চৌধুরী বলেন,শাহাবুদ্দিন তিনটি বন মামলায় সাজাপ্রাপ্তসহ চারটি মামলার পলাতক আসামি। একেকটি বন মামলায় ছয় মাসের সাজা হয়েছে তাঁর। পথচারীকে কুপিয়ে আহত করার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
আহত পথচারীকে মহেশখালী উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।