শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:৩৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চট্টগ্রামে বেড়েছে করোনার প্রকোপ!

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১৭ জুলাই, ২০২২

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৮ হাজার ৩৮ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ৩৯ শতাংশ। তবে এ সময়ে কেউ মারা যাননি। ফলে জেলায় করোনায় মৃতের সংখ্যা এক হাজার ১৩৬৬ জনই রয়েছে।

রোববার (১৭ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

আগের দিন শনিবার ৪১ জনের করোনা শনাক্তের তথ্য দিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। ওইদিন পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ছিল ২০ দশমিক ৩৯ শতাংশ।

রোববার সকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩০০ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৫০ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ৪১ জন নগরের এবং ৯ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে আটজন, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ১৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৩ জন, অ্যান্টিজেন টেস্টে একজন, শেভরন ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবে পাঁচজন, আরটিআরএলের ল্যাবে চারজন, ইপিক হেলথ কেয়ারের ল্যাবে পাঁচজন এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতালের ল্যাবে সাতজনের করোনা শনাক্ত হয়।
জাগোনিউজ২৪


আরো খবর: