টেকনাফ প্রতিনিধি::
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের একটি বাড়ির নিচে বিশেষ কায়দায় প্লাস্টিকের ড্রামের ভেতর লুকানো অবস্থা থেকে ২০ লাখ টাকা উদ্ধার করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
এসময় আটক করা হয়েছে নুর বারেক (২৫) নামে এক রোহিঙ্গাকে। শুক্রবার (১৫ জুলাই) সকালে নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের আই বøকের একটি বাড়িতে অবৈধ অস্ত্রের সন্ধানে গিয়ে এসব টাকা উদ্ধার করে এপিবিএন। আটক রোহিঙ্গা নুর বারেক ব্কল-বি, শেড -১০৪৬/২.৩, এমআরসি-৩২০৫৮ এর মৃত খলিলুর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক তারিকুল ইসলাম বলেন, টেকনাফের আই বøকের নয়াপাড়া রেজিষ্ট্রার ক্যাম্পের একটি বাড়িতে অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে এপিবিএন সদস্যদের দেখে রোহিঙ্গা হাজী সুলতানের ঘর হতে কৌশলে একজন লোক দৌড়ে পালিয়ে যায়। পরে তার ঘরের মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি প্লাস্টিকের ড্রামের ভেতর তল্লাশি করে নগদ ২০ লাখ টাকা উদ্ধার করা হয়। আটক করা হয় রোহিঙ্গা নুর বারেককে। তিনি আরও বলেন, পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ নুর বারেককে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।