শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

৫০ টি করে গাছ রোপনের শর্তে কক্সবাজারে ৩ আসামীর জামিন

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ৬ জুলাই, ২০২২

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

৩ আসামীর প্রত্যেককে নিজ জমিতে ৫০ টি করে বৃক্ষ রোপন এবং মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রোপিত বৃক্ষ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করার শর্তে ৩ জন আসামীকে জামিন দেওয়া হয়েছে।

কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকী সোমবার ৪ জুলাই এ রকম প্রবেশনমূলক ব্যতিক্রমী শর্তে আসামীদের জামিন প্রদান করেছেন। জামিনপ্রাপ্ত আসামিরা হচ্ছে-মোঃ মোস্তাক প্রকাশ ভেট্টাইয়া, গুরা মিয়া এবং মোঃ আলমগীর।

জিআর : ২৯৬/২০২২ ইংরেজি (কক্সবাজার সদর) মামলায় উল্লেখিত ৩ জন আসামী ফৌজদারী মিচ মামলা ২৫২৩৬/২০২২ মূলে হাইকোর্ট থেকে আগাম জামিন লাভ করেন। হাইকোর্টের প্রদত্ত আগাম জামিনের মেয়াদ শেষে হাইকোর্টের নির্দেশনা মতো আসামীত্রয় মঙ্গলবার ৪ জুলাই আসামীরা কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন।

আদালতে জামিন আবেদনের শুনানি শেষে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকী উল্লেখিত শর্তে আসামীগণকে জামিন প্রদান করেন। জামিন প্রদানের সময় বিজ্ঞ বিচারক আসামীদের জামিন পাওয়ার সপক্ষে মামলার অন্যান্য উপদানও তাঁর আদেশে তুলে ধরেন।

জামিনপ্রাপ্ত আসামীদের রোপিত (ফলজ, ঔষধি ও বনজ) বৃক্ষ গুলো পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রতি ৩ মাস অন্তর অন্তর আদালতকে অবহিত করবেন। আদালতের নির্দেশনা মতো আসামীরা বৃক্ষ রোপন করেছেন কিনা-তা সরেজমিনে যাচাই করে পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে অফিসার ইনচার্জ (ওসি) কক্সবাজার সদর মডেল থানা ও বিভাগীয় বন কর্মকর্তা (উত্তর) কে বিজ্ঞ বিচারক তাঁর জামিন আদেশে নির্দেশ দিয়েছেন। এজন্য জামিন আদেশের কপি কক্সবাজার সদর মডেল থানা’র ওসি ও বিভাগীয় বন কর্মকর্তা (উত্তর) কে প্রেরনের আদেশ দেওয়া হয়েছে।


আরো খবর: