মালদ্বীপে যারা আনডকুমেন্টেড তথা অবৈধভাবে বসবাসকারী, সেইসব বাংলাদেশিদের বৈধকরণ প্রক্রিয়া চালু হয়েছে। এ সুবিধা নেওয়ার জন্য বাংলাদেশিদের অনুরোধ করেছে ওই দেশের বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের ফেসবুক পেজের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ‘ইকোনেমিক ডেভেলপমেন্ট মিনিস্ট্রির আওতায় বৈধকরণ প্রক্রিয়া বর্তমানে চালু আছে। যাদের বৈধ ভিসা বা ওয়ার্ক পারমিট নেই তাদের দ্রুত ভিসা বা ওয়ার্ক পারমিট সংগ্রহ করে বৈধভাবে কাজ করতে অনুরোধ করা হচ্ছে।’
বাংলা ট্রিবিউন