কক্সবাজারে নদী থেকে ফাতেমা বেগম নামের এক বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ( ১ অক্টোবর ) সকাল ১১ টার দিকে ইসলামাবাদ ইউনিয়নের দক্ষিণ ইউছুফেরখীল গ্রামের পাশের নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত বশরত আলীর স্ত্রী।
নিহতের ছেলে শফি আলম বলেন, ২৯ সেপ্টেম্বর (বুধবার) সকাল থেকে আমার মা নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুজি করেও তাঁর হদিস মেলেনি।
শুক্রবার সকালে হিন্দু পাড়ার দুলাল নদীতে গোসল করতে গিয়ে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখে এলাকাবাসী ও পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে আমার মায়ের মরদেহ উদ্ধার করে।
এব্যাপারে ঈদগাঁও থানার উপ-পরিদর্শক রুহুল আমিন বলেন, সুরত হাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
ঈদগাঁও থানার ওসি মোঃ আবদুল হালিম বলেন, বৃদ্ধ মহিলাটি কি করে নদীতে পড়লেন, কিভাবে নিখোঁজ হলেন এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।