শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:০২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ইয়াবা কারবারে জড়িত রোহিঙ্গাদের হাতে এনআইডি

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

চট্টগ্রাম নগরের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধারের পাশাপাশি রোহিঙ্গা দম্পতিসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ওই রোহিঙ্গা দম্পতি মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশের এনআইডি কার্ড ও জন্মনিবন্ধন তৈরি করেছে বলেও পুলিশ জানিয়েছে।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের উপ-কমিশনার (গোয়েন্দা উত্তর বিভাগ) মুহাম্মদ আলী হোসেন। এর আগে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে বায়েজিদের শহীদনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নুর আলম, তার স্ত্রী হাছিনা বেগম এবং হাছিনা বেগম মুন্নি নামের এক নারী। নূর আলম ও তার স্ত্রী হাছিনা বেগম মিয়ানমারের নাগরিক। মিয়ানমার থেকে অনেক দিন আগেই বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করেন।

উপ-কমিশনার (গোয়েন্দা উত্তর বিভাগ) মুহাম্মদ আলী হোসেন জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহীদ নগরের জানে আলম টাওয়ারের ৫০২ নম্বর ফ্ল্যাটে অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে ওই বাসার ফার্নিচারের নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৪ হাজার ৫০০ পিস ইয়াবা, নগদ ১ লাখ ৫০ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের চেকবই, ১০টি স্বর্ণের চুড়ি, ৬টি স্বর্ণের আংটি, একটি স্বর্ণের চেইন ও একজোড়া কানের দুল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশে আসার পর থেকে নূর আলমের পরিবার কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছে। এরপর স্ত্রী হাছিনা বেগমকে সঙ্গে নিয়ে মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশের এনআইডি কার্ড ও জন্মনিবন্ধন তৈরি করেন। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে বসবাসের আড়ালে ইয়াবার কারবার চালিয়ে আসছেন এই দম্পতি। ইয়াবা বিক্রির মাধ্যমে অবৈধ আয় করে স্বর্ণালংকার, বিলাসবহুল মোবাইল সেট ও নগরীতে সম্পত্তি কিনেছেন। এর আগে তাদের নামে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। নতুন করে তাদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামি থানায় একাধিক মামলা দায়ের করা হয়।


আরো খবর: