পেটের ভেতরে করে পাচারের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব বলেন, সোমবার (২৭ জুন) রাতে র্যাব-১০ এর একটি দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এসময় পেটের ভেতরে করে ইয়াবা পাচারের চেষ্টার সময় ১৮০০ পিস ইয়াবাসহ দুই কারবারিকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- আব্দুল মালেক (৩০) ও সুমি আক্তার (২৫)। তাদের কাছ থেকে ইয়াবা ছাড়াও ২টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।
এএসপি এনায়েত কবির সোয়েব বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেপ্তাররা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।