শহিদ রুবেল,উখিয়া::
কক্সবাজারে উখিয়ায় ৩৪ বিজিবির অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। অভিযানকালে বিজিবি- মাদক কারবারীদের মাঝে গুলি ও পাল্টা গুলি বর্ষনের ঘটনা ঘটে। এইসময় মাদক কারবারীরা পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয় নি।
৩ জুন শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউপি’র রহমতের বিলে এই অভিযান চালানো হয়।
৩৪ বিজিবির অধিনায়ক মোঃ মেহেদি হোসাইন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী ইউপি’র রহমতের বিল নামক স্থানে কৌশলগত অবস্থান নেয় বিজিবি। ভোর রাতে কতিপয় ইয়াবা চোরাকারবারীরা সীমান্ত হতে পায়ে হেটে বাংলাদেশে প্রবেশ করার প্রাক্কালে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে।
এইসময় সশস্ত্র মাদক কারবারীরা বিজিবি টহল দলের উপর অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে। বিজিবিও তাদের জান-মাল রক্ষার্থে পাল্টা ফায়ার করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা ব্যাগ ফেলে নদী পার হয়ে কেওড়া বাগানের মধ্যে দিয়ে দ্রুত মায়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থল থেকে ১ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য ৩ কোটি টাকা।
এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও নিশ্চিত করেছেন ৩৪ বিজিবির অধিনায়ক মোঃ মেহেদি হোসাইন কবির।