নিজস্ব প্রতিবেদকঃ
রামুতে অবৈধ ডেন্টাল ক্লিনিক ও প্যাথলজি সেন্টারে অভিযান চালিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় উপজেলার চৌমুহনী স্টেশনের ডুলাহাজারা এক্সরে সেন্টার ও মদিনা ডেন্টাল তালা দিয়ে বন্ধ করে দেয় প্রশাসন।
বৃহস্পতিবার (২ জুন) বিকালে এ অভিযান চালায় রামু উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
সারাদেশে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়ে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী রামু উপজেলার বেশ কিছু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয় বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নোবেল কুমার বড়ুয়া। তিনি জানান রামু উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমার সার্বিক সহযোগিতা পরিচালিত এ অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ডুলাহাজারা এক্সরে সেন্টার ও মদিনা ডেন্টাল বন্ধ করে দেয়া হয়। এ সময় সূর্যের আলো ডায়গনস্টিক সেন্টার, রামু ডিজিটাল ডায়গনস্টিক এন্ড ডক্টর্স হোম ও মালুমঘাট এক্সরে সেন্টার বন্ধ পাওয়া যায়। তবে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। এ সময় রামু উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, উপজেলা স্বাস্থ্য বিভাগের ইন্সপেক্টর বিপ্লব বড়ুয়াসহ রামু থানা পুলিশ উপস্থিত ছিলেন।