নিজস্ব প্রতিবেদক,চকরিয়া ::
চকরিয়া উপজেলার ১০ নং চিরিংগা ইউনিয়ন পরিষদে স্থায়ী কমিটি ও উন্মুক্ত ওয়ার্ড সভা হতে প্রাপ্ত মতামতের উপর ভিত্তি করে ৩১/০৫/২০২২ ইং তারিখ রোজ মঙ্গলবার ২০২২-২০২৩ অর্থ বছরের বাজটে বিষয়ক এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জামাল হোসেন চৌধুরী। সভা সঞ্চালনা করেন ইউপি সচিব মো: আতাউল গণি পারভেজ। সভায় আরো উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান-১ জনাব নাছির উদ্দিন, প্যানেল চেয়ারম্যান-২ জনাব শাহ আলম, প্যানেল চেয়ারম্যান-৩ জনাব রুমি আক্তার , ০১ নং ওয়ার্ডের এমইউপি জনাব জাফর আলম, ০২ নং ওয়ার্ডের এমইউপি জনাব এম লিয়াকত আলী, ০৩ নং ওয়ার্ডের এমইউপি জনাব রেজাউল করিম, ০৬ নং ওয়ার্ডের এমইউপি জনাব মো: নুরুল আবছার, ০৭ নং ওয়ার্ডের এমইউপি জনাব আনোয়ারুল ইসলাম, ০৮ নং ওয়ার্ডের এমইউপি জনাব নাজেম উদ্দিন, ০৯ নং ওয়ার্ডের এমইউপি জনাব বশির আলম, ৫,৬,৭ নং ওয়ার্ডের সংরক্ষিত এমইউপি জনাব রোহানা আক্তার ও ৪,৮,৯ নং ওয়ার্ডের এমইউপি জনাব বেবী আক্তার।
সভায় চেয়ারম্যান বলেন, জনগণের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে তাদের মতামতের উপর ভিত্তি করে উক্ত বাজেট প্রণয়ন করা হয়। এর পর তিনি উপস্থিত সভার সম্মুখে ২০২২-২০২৩ অর্থ ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা করেন। বাজেটের আয় ধরা হয়েছে ২,২৩,০২,৩৪৮/- ( দুই কোটি তেইশ লক্ষ দুই হাজার তিনশত আটচল্লিশ) টাকা এবং ব্যয় ধরা হয়েছে ২,২৩,৬৫,৬৫২/- (দুই কোটি তেইশ লক্ষ পয়ষট্টি হাজার ছয়শত বায়ান্ন) টাকা মাত্র। উক্ত বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, জনস্বাস্থ্য ও পায়:নিষ্কাশনের উপর গুরুত্ব আরোপ করা হয়।##