সংবাদ বিজ্ঞপ্তি::
উখিয়া পেশাজীবী সাংবাদিকদের সংগঠন উখিয়া প্রেসক্লাবের সৌন্দর্য বর্ধন ও পাশ্ববর্তী স্থানে জমে থাকা বর্জ্য অপসারনের জন্য নগদ অর্থ অনুদান প্রদান করেছেন তারুণ্যের প্রতীক হলদিয়া পালংয়ের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সাংবাদিক ইমরুল কায়েস চৌধুরী।
৩০মে সোমবার উপজেলা হলরুমে অনুষ্ঠিত উখিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রেসক্লাব সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ারের প্রেসক্লাবের পাশ্ববর্তী স্থানে জমে থাকা বর্জ্য অপসারণ ও দুর্গন্ধময় পরিবেশ থেকে জাতির বিবেক সাংবাদিকদের আঁতুড়ঘর প্রেসক্লাবের পরিবেশ রক্ষার জোরালো দাবী জানান।
তারই প্রেক্ষিতে হলদিয়া পালং ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সাংবাদিক ইমরুল কায়েস চৌধুরী প্রেসক্লাবের পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে পূর্ব প্রতিশ্রুতি মোতাবেক নগদ ৫০ হাজার টাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উখিয়া প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ইমরান হোসেন সজীবের মাধ্যমে উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ারের হাতে হস্তান্তর করেন।
এইছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উখিয়া প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ইমরান হোসেন সজীব প্রেসক্লাবের সৌন্দর্য বর্ধন ও বর্জ্য অপসারণের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দৃষ্টিপাত করেন এবং সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উখিয়া প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ইমরান হোসেন উপ-জনস্বাস্থ্য প্রকৌশলীকে তা অপসারণের ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেন এবং ময়লা-আর্বজনা ফেলা বন্ধে স্থানটি ঘিরে দেওয়ার জন্য চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরীকে দায়িত্ব দেন।
এই ব্যাপারে উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার জানান, উখিয়া প্রেসক্লাব এতদঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের ধারক বাহক। উখিয়া আজ সারাবিশ্বব্যাপী সমাদৃত, এমনকি বিশ্ব মিডিয়া উখিয়া স্থান পায় অত্যন্ত গুরুত্ব সহকারে। আর উখিয়া প্রেসক্লাব সেই অঞ্চলের প্রতিনিধিত্ব করে। কিন্তু উখিয়া প্রেসক্লাব পাশ্ববর্তী স্থানে বাজারের বর্জ্যসহ নানান ময়লা আর্বজনা ফেলে ক্লাবের পরিবেশকে অত্যন্ত দুর্গন্ধময় ও বিষাক্ত করে তুলেছিলো। অস্বস্তিকর পরিবেশ থেকে মুক্তি পেতে নানান মহলের দৃষ্টি আকর্ষণ করে আসছিলো সাংবাদিক মহল। এনিয়ে এলাকাবাসির পাশাপাশি সাংবাদিকদের ক্ষোভের সৃষ্টি হয়েছিলো। এহেন পরিস্থিতিতে এগিয়ে এসে সহযোগীতার হাত বাড়িয়েছেন হলদিয়া পালং ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী।
তিনি আরো জানান, হলদিয়া পালং ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী নির্বাচিত হওয়ার পরবর্তী থেকে নানান মুখী জনহিতকর উদ্যোগ নিয়ে ইতিমধ্যে আলোচিত হয়েছেন। তেমনি নিজেও একজন সাংবাদিক হওয়ায় প্রেসক্লাবের পরিবেশ রক্ষায় পূর্ব প্রতিশ্রুতি মোতাবেক নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন যা সাংবাদিক মহল কৃতজ্ঞ চিত্তে স্মরণ রাখবে।
হলদিয়া পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন “উখিয়া সদরের দুঃখ” ও উখিয়া প্রেসক্লাবের পাশের ময়লা আবর্জনা ফেলা রোধ করতে স্থায়ী ঘেরা দেয়ার জন্য অনুদান দিয়েছি। স্থানটি হলদিয়াপালং ইউনিয়নে হলে আরো অনেক কিছু করা যেতো। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।