বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০১:৪৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় পাঁচ ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ করলেন প্রশাসন

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২৯ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

কক্সবাজারের চকরিয়ার বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান চালিয়েছে প্রশাসন। এসময় ৫টি ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত।

রোববার (২৯ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত চকরিয়া পৌরশহর ও বদরখালী ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা.ইফতেকারুল মিশুক জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক সারাদেশব্যাপী অনিবন্ধিত হাসপাতাল-ক্লিনিক, ডায়াগনিষ্টক সেন্টারের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় চকরিয়া সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রাহাত উজ জামান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেতৃত্বে চকরিয়া পৌরশহর ও বদলখালীতে এই অভিযান চালানো হয়েছে।

অভিযানকালে বৈধ কাগজপত্র না থাকায় ৫টি ডায়াগনিষ্টক সেন্টার বন্ধ করে দেয়া হয়। সেগুলো হলো- চকরিয়া পৌরশহরের একুশে ডায়াগনষ্টিক, সেন্ট্রাল হাসপাতালের প্যাথলজী ডিপার্টমেন্ট, বদরখালী জেনারেল হাসপাতালের প্যাথলজী ডিপার্টমেন্ট, বদরখালী মডার্ণ ডায়াগনষ্টিক সেন্টার, বদরখালী ল্যাব হাউজ। এসময় সেন্ট্রাল হাসপাতাল, বদরখালী জেনারেল হাসপাতালে রোগি ভর্তি থাকায় ১৫দিনের জন্য কার্যক্রম চালানোর সিদ্ধান্ত দেয়া হয়। তবে, নতুন কোন রোগি ভর্তি করানো যাবেনা বলেও নির্দেশ দেয়া হয়।

এছাড়াও চকরিয়ার আর ১০/১২টি ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালানো হয়। এদের মধ্যে অনেকে বৈধ কোন কাগজ দেখাতে পারেনি। তাই তাদের আগামী ১৫দিন সময় দেয়া হয় কার্যক্রম বন্ধে।

অভিযানকালে সাথে ছিলেন- চকরিয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সায়েমুল ইসলাম, চকরিয়া থানা পুলিশ, চকরিয়া সেনিটারি ইন্সেপেক্টর জয়নাল আবেদিন, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার মোহাম্মদ হোসেন।


আরো খবর: