টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে পৃথকভাবে অভিযান চালিয়ে দেশিয় তৈরি অগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ তিন রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬ এপিবিএন) সদস্যরা।
আটক রোহিঙ্গারা হলেন-মৃত নুর সালামেরে ছেলে মোহাম্মদ আয়াছ (২১),আবু আহমদের ছেলে সোনা মিয়া (২৮) ও মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মোঃ আলম প্রকাশ লালু (২৫)।
বিষয়টি নিশ্চিত করেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক।
তিনি জানান, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার উনচিপ্রাং ২২ নং রোহিঙ্গা ক্যাম্পে পৃথকভাবে অভিযান চালিয়ে দুইজন রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। পরে তাদের তল্লাশি করে সোনা মিয়া নামক যুবকের কাছথেকে ১হাজার ৮৫০ পিস ইয়াবা এবং আয়াছ নামে আরেক যুবকের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে শনিবার রাত দেড়টার সময় নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পে অভিযান চালিয়ে মোঃ আলম প্রকাশ লালু নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এসময় তার হেফাজত থেকে একটি দেশিয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা, অস্ত্র ও গুলিসহ ধৃত ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।