নিজস্ব প্রতিবেদক,উখিয়া::
উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে গঠনতন্ত্র পরিপন্থি, শৃঙ্খলা ভঙ্গ সহ ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
বিশেষ করে যুবদল ছাত্রদল নেতার নাম এবং রাজাকারের সন্তানদের নাম কাউন্সিলারের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় এ নিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। উক্ত সম্মেলন বাতিল করে পুনরায় কাউন্সিলারদের তালিকা তৈরি পূর্বক নতুন করে সম্মেলন করার জন্য লিখিত ভাবে আবেদন জানিয়েছেন।
পাইন্যাশিয়া-জুম্মা পাড়া গ্রামের মৃত জবর মুল্লুকের ছেলে তৃণমূলের ত্যাগী ও নির্যাতিত আওয়ামী লীগ নেতা জাফর আলম গত রবিবার বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও সাধারণ সম্পাদকসহ জেলা নেতৃবৃন্দের কাছে এ সংক্রান্ত বিষয়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।
লিখিত অভিযোগে উল্লেখ করেছেন জালিয়া পালং ১ নম্বর ওয়ার্ডের সম্মেলন ও কাউন্সিল অধিবেশন গত ৬ এপ্রিল সাংগঠনিক টিমের প্রধান শাহ আলম চৌধুরী রাজা শাহ আলমের বাসায় অনুষ্ঠিত হয়। যুবদলের ওয়ার্ড কমিটির নেতা হাবিবুর রহমান ও সুজাউদ্দিন এবং ছাত্রদলের আলমগীর রেজা এবং রাজাকারের ২ জন সন্তানের নাম কাউন্সিলর তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে।
স্থানীয় আওয়ামী লীগ নেতা জাফর আলম অভিযোগ করে বলেন, কাউন্সিল অধিবেশনে সভাপতি পদে সরাসরি ভোটে আমরা দুজন প্রার্থী সমান সংখ্যক ৭৩ বোর্ড প্রাপ্ত হই। শাহ আলম চৌধুরী ক্ষমতার প্রভাব বিস্তার করে সাংগঠনিক টিমের ৭ জন ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৯ জনের ভোট গ্রহণ করে আমাকে সভাপতির পদ থেকে হারিয়ে দেওয়া হয়।
লিখিত অভিযোগে আরো উল্লেখ করা হয়, চাকপাড়া আবদুর রহমান বদি এমপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ৫ এপ্রিল কাউন্সিলর তালিকা যাছাই – বাছাইকালে বেলাল ও জসিমকে বাদ দেওয়ার জন্য অভিযোগ করা হলেও তাদেরকে বাদ দেওয়া হয়নি। সাংগঠনিক টিমের প্রধান উল্টো সবার সম্মুখে ধমক দেয়।
১ নম্বর ওর্য়াড় আওয়ামী লীগের সম্মেলন ১০ কিলোমিটার দূরে রাজা শাহ আলমের বাড়িতে ৪ নম্বর ওয়ার্ডে আয়োজন করা এটি গঠনতন্ত্র পরিপন্থি। আওয়ামী লীগের নবায়ন ফরম পূরণ করে নাই এমন লোককে কাউন্সিলার করা হয়েছে। ৩৮ নম্বর রাজাকারের ২ জন ছেলের নাম কাউন্সিলর তালিকায়। এটি বড় লজ্জাজনক।
এদিকে গঠনতন্ত্র পরিপন্থি,শৃঙ্খলা ভঙ্গ ও ব্যাপক অনিয়মের মাধ্যমে অনুষ্ঠিত সম্মেলন বাতিল করে পুনরায় কাউন্সিল তালিকা তৈরি গঠনতন্ত্র মোতাবেক নতুন সম্মেলন এবং কাউন্সিল অধিবেশনের দাবি জানিয়েছেন স্থানীয় তৃণমূলের নেতাকর্মীরা।