কক্সবাজার সমুদ্র সৈকতে ডুবে সাইফুল ইসলাম (১৬) নামে এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৫ টার দিকে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এই ঘটনা।
নিহত ওই রোহিঙ্গা কিশোর কুতুপালং ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা হাবিব উল্লাহ’র ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন পুলিশ সুপার হাসানুজ্জামান। তিনি বলেন, সমুদ্রে গোসল করতে নেমে এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
বীচকর্মীদের ইনচার্জ মাহবুব আলম জানান, বুধবার বিকেলে একসাথে ৬ জন রোহিঙ্গা কিশোর সমুদ্রে গোসল করতে নামে৷ সেখান থেকে দুইজন পানিতে ভেসে যায়। প্রথমে রায়হান নামে এক কিশোরকে উদ্ধার করা হয়। এর কিছুক্ষণ পর সাইফুল নামে আরেক কিশোরকে উদ্ধার করা হয়। মুমূর্ষু অবস্থায় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৪৪৩ জন রোহিঙ্গা উদ্ধার করে সদর মডেল থানা পুলিশ। পরে তাদেরকে উখিয়ার ট্রানজিট ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
রোহিঙ্গা ক্যাম্পের চেকপোস্টগুলো ঢিলেঢালা হওয়ার সুযোগে শত শত রোহিঙ্গা সমুদ্র সৈকতে চলে যায়।