নিজস্ব প্রতিবেদক :
ক্যাম্প থেকে পালিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে আটক হয়েছে ৪৪৩ জন রোহিঙ্গা। সমুদ্র সৈকতসহ হোটেল মোটেল জোন ও সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটকদের মধ্যে পুরুষের পাশাপাশি নারী ও শিশু রয়েছে। বুধবার (৪ মে) সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত অভিযানে কক্সবাজার সদর মডেল থানা, ট্যুরিস্ট পুলিশ ও রামু থানা পুলিশ এসব রোহিঙ্গাদের আটক করে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে আটক রোহিঙ্গারা। পরবর্তীতে তাদের স্ব স্ব ক্যাম্পে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত মো. সেলিম উদ্দিন।
এর আগে কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে সমুদ্র সৈকতে বেড়ানোর উদ্দেশ্যে আসছিল রোহিঙ্গারা। পুলিশের অভিযানে এসব রোহিঙ্গা সড়ক পথে ও সমুদ্র সৈকতের পয়েন্টগুলোতে আটক হয়। অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।