টেকনাফে মাইক্রোবাসের তেলের ট্যাংক থেকে ৭০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ১০হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ডিবি পুলিশ। যার বাজার মূল্য আনুমানিক ৩ কোটি ৮০ লাখ টাকা বলে জানিয়েছে সংস্থাটি।
এসময় আইস ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। একইসঙ্গে মোঃ আলী (৪১) নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করে।
সোমবার (২৫এপ্রিল) রাত ৯টার দিকে টেকনাফ কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের গোয়েন্দা ইউনিটের (ডিবি) ইনচার্জ সাইফুল আলম।
তিনি জানান, বিপুল ক্রিস্টাল মেথ আইস চালান পাচারের গোপন সংবাদ পেয়ে রাত ৯টার দিকে টেকনাফ কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ট্রাকের জ্বালানি তৈলের ট্যাংক ভেতর অভিনব পদ্ধতিতে পাচারকালে ৩ কোটি ৮০লাখ টাকার ক্রিস্টাল মেথ আইস ও ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত আসামি প্রাথমিকভাবে স্বীকার করেছেন তিনি দীর্ঘদিন ধরে মাদক পাচারের সাথে জড়িত।