নিজস্ব প্রতিবেদক::
শহরের পশ্চিম কুতুবদিয়া পাড়ায় মসজিদের বিষয়কে কেন্দ্রকে করে ফেসবুকে উস্কানিমূলক পোষ্ট করার প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিশ^বিদ্যালয় পড়–য়া ছাত্রসহ ২ জন গুরুত্বর আহত হয়েছে। শুধু তাই নয় সন্ত্রাসীরা আহতদের পকেটে থাকা নগদ ১৫ হাজার টাকাও ছিনিয়ে নিয়েছে।
আহতরা কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছে। গত ২৩ এপ্রিল সন্ধ্যা ৬টায় পশ্চিম কুতুবদিয়া পাড়া বাইতুর রিদুয়ান জামে মসজিদ সংলগ্ন রাস্তার উপর ঘটে।
এদিকে এই সন্ত্রাসি হামলার ঘটনায় ৪ জনকে অভিযুক্ত করে আরো অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছে হামলার শিকার আহত মুজাহিদুল ইসলাম।
অভিযোগে প্রকাশ, এই ঘটনায় হামলার শিকার মধ্যম কুতুবদিয়া পাড়ার মোক্তার আহমদের পুত্র মোজাহিদুল ইসলাম বাদী হয়ে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। উক্ত
অভিযোগ সূত্রে জানা যায়-পশ্চিম কুতুবদিয়া পাড়ার মোঃ ছাবেরের পুত্র মোঃ জুয়েল, মোঃ সোহেল, আবদুল আজিজ ও মোঃ মিজানসহ আরো অজ্ঞাত ৪/৫ জন ভাড়াটে সন্ত্রাসি গত কয়েকদিন ধরে স্থানীয় বায়তুশ শরফ জামে মসজিদের মিমাংসিত একটি বিষয়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে আপত্তিকর স্ট্যাটাস দেয়। যা খুবই সম্মান হানিকর ও বড় ধরণের অপ্রীতিকর ঘটনার চেষ্টামূলক।
পাশাপাশি সন্ত্রাসি হামলার শিকার মোজাহিদুল ইসলামদের পরিচয় ও ছবি ব্যবহার করে তার বিরুদ্ধে ফেসবুকে নানা ধরণের উস্কানিমূলক কথাবার্তা ধারাবাহিকভাবে পোষ্ট করে। একপর্যায়ে এর প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে গত ২৩ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে মোজাহিদুল ইসলাম ও তার ভাই বিশ^বিদ্যালয় পড়–য়া ছাত্র আব্দুল্লাহ আল ফয়সাল (২৪) মোটর সাইকেল করে বাড়ি যাওয়ার পথে বাইতুর রিদুয়ান জামে মসজিদ সংলগ্ন রাস্তার উপর পৌঁছলে মোঃ জুয়েল, মোঃ সোহেল, আবদুল আজিজ, মোঃ মিজানের নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে মোজাহিদুল ইসলাম ও তার ভাই আব্দুল্লাহ আল ফয়সালকে আক্রমণ করে মারাত্মক জখম করে। শুধু তাই নয় মোঃ জুয়েল আহত মোজাহিদুলের পকেটে থাকা নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে মুজাহিদের পিটে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এই বেধড়ক হামলার পরও ক্লান্ত হয়নি সন্ত্রাসীরা। একপর্যায়ে নানা ভাবে হুমকি প্রদান করে।
হামলার শিকার মুজাহিদ জানান, সন্ত্রাসিদের ধারাবাহিক হামলা, ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস ও হুমকিতে বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকারনে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি। বর্তমানে আমি(মুজাহিদ) আমার পরিবারের লোকজন খুবই অসহায়। যেকারনে পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।