শিরোনাম ::
মুরগির বাচ্চায় প্রতিদিন ৯ কোটি টাকা ‘লুট’, খামার বন্ধের হুঁশিয়ারি সংবিধানে উপ-প্রধানমন্ত্রী পদ রাখাসহ আরও যেসব প্রস্তাব বিএনপির কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে জাহাজ চলবে বৃহস্পতিবার থেকে কক্সবাজারে অপহরণ ও ধর্ষন মামলায় পিতাসহ ৩ ভাইয়ের যাবজ্জীবন চকরিয়ার দায়িত্ববার নিয়েছেন নবাগত ইউএনও আতিকুর রহমান, বিদায়ী ইউএনও কক্সবাজারস্থ শরনার্থী কমিশনে চকরিয়ায় সুরাজপুরে সড়কের উপর বন্যহাতির আক্রমণে দুই পথচারী আহত রোহিঙ্গা ক্যাম্পে আইওএম-এনরুট কর্মীদের ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধন, চাকরিতে পূর্ণবহালসহ চার দফা দাবি যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করবেন বাইডেন ও ম্যাক্রোঁ আন্দোলনে হামলাকারী ঢাবি ছাত্রলীগ নেতা গ্রেফতার যে কারণে গ্রেফতার হলেন ইসকন নেতা প্রভু চিন্ময় কৃষ্ণ
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:২৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে একটি পোপা মাছের দাম হাঁকাচ্ছেন সাড়ে ৭ লাখ টাকা !

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

হেলাল উদ্দিন টেকনাফ::

টেকনাফ উপজেলার শাহ্ পরীর দ্বীপে আব্দুল মান্নান নামে একজন ইউপি সদস্যের ট্রলারের জালে ধরা পড়েছে ২৭কেজি ২০০গ্রাম ওজনের এ মাছটির দাম হাঁকানো হচ্ছে সাড়ে ৭লাখ টাকা।

এই মাছের বৈজ্ঞানিক নাম মিকটেরোপারকা বোনাসি (Myeteroperca bohaci)। তবে স্থানীয় লোকজনের কাছে মাছটি ‘কালা পোপা’ নামে পরিচিত। এ মাছের মূল আকর্ষণ পেটের ভেতর থাকা পটকা বা বায়ুথলি (এয়ার ব্লাডার)। এবায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা হয়। এজন্যই পোপা মাছটির এমন আকাশ ছোঁয়া দাম।

আজ মঙ্গলবার ভোররাতে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া বাসিন্দা ও সাবরাং ইউনিয়নের ৭নং ইউপি সদস্য আব্দুল মান্নানের মালিকানাধীন এফবি, এ, এম নামে একটি ফিশিং ট্রলারের জালে মাছটি ধরা পড়ে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ট্রলারটি শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ঘাটে এসে পৌঁছালে মাছটি দেখতে লোকজন ভিড় জমায়। পরে মাঝি-মাল্লারা মাছটি ধরাধরি করে মিস্ত্রীপাড়া ফিশারিঘাটে আনা হয়।

ট্রলার মালিক জানান, জেলের জালের ধরা পড়েছে ২৭ কেজি ২০০ গ্রাম ওজনের একটি পোপা মাছ। মাছটির দাম হাঁকানো হচ্ছে সাড়ে ৭ লাখ টাকা। এখন পর্যন্ত আব্দুর রহমান নামে একজন মাছ ব্যবসায়ী এই মাছের দাম সাড়ে চার লাখ টাকা পর্যন্ত দাম উঠেছে। তবে আরও বেশি দামের আশায় আজ মঙ্গলবার সন্ধ্যায় মাছটি চট্টগ্রামের ফিসারিজ ঘাটে পাঠানো হয়েছে।

ওই ট্রলারের চালক (মাঝি) মোহাম্মদ হাসু জানান,গত সোমবার সকালে মাছ ধরার জন্য শাহ পরীর দ্বীপ থেকে নয়জন মাঝি মাল্লা নিয়ে বঙ্গোপসাগরের উদ্দেশে রওনা হয় । এরমধ্যে আজ মঙ্গলবার ভোররাতে জেলেরা জাল টেনে ওঠাতে গিয়ে দেখেন জালে কয়েকটি লাল কোরালসহ বড় একটি কালা পোপা মাছ আটকা পড়ে। মাছটি ট্রলারে তোলার পর বিষয়টি ট্রলারের মালিককে জানালে তিনি ট্রলারটি নিয়ে ঘাটে চল আসতে বলেন। এ দামী মাছটি জালে ধরা পড়ায় জেলেরা খুশি হয়েছে।

টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ২৭ কেজি ২০০ গ্রাম ওজনের পোপা মাছ ধরা পড়ার খবরটি তিনি শুনেছেন। সবসময় জালে এতো বড় পোপা মাছ ধরা পড়ে না। এই মাছের বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা যায় বলে বিভিন্ন দেশে এই মাছের চাহিদা আছে। এই মাছের বৈজ্ঞানিক নাম মিকটেরোপারকা বোনাসি (Myeteroperca bohaci)। পোপা মাছের বায়ুথলি বেশ মূল্যবান বলে এই মাছের দাম অনেক বেশি।


আরো খবর: