শিরোনাম ::
মুরগির বাচ্চায় প্রতিদিন ৯ কোটি টাকা ‘লুট’, খামার বন্ধের হুঁশিয়ারি সংবিধানে উপ-প্রধানমন্ত্রী পদ রাখাসহ আরও যেসব প্রস্তাব বিএনপির কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে জাহাজ চলবে বৃহস্পতিবার থেকে কক্সবাজারে অপহরণ ও ধর্ষন মামলায় পিতাসহ ৩ ভাইয়ের যাবজ্জীবন চকরিয়ার দায়িত্ববার নিয়েছেন নবাগত ইউএনও আতিকুর রহমান, বিদায়ী ইউএনও কক্সবাজারস্থ শরনার্থী কমিশনে চকরিয়ায় সুরাজপুরে সড়কের উপর বন্যহাতির আক্রমণে দুই পথচারী আহত রোহিঙ্গা ক্যাম্পে আইওএম-এনরুট কর্মীদের ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধন, চাকরিতে পূর্ণবহালসহ চার দফা দাবি যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করবেন বাইডেন ও ম্যাক্রোঁ আন্দোলনে হামলাকারী ঢাবি ছাত্রলীগ নেতা গ্রেফতার যে কারণে গ্রেফতার হলেন ইসকন নেতা প্রভু চিন্ময় কৃষ্ণ
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৪১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে বাকবিতন্ডতা জের ধরে চার সহোদরকে কুপিয়েছে সন্ত্রাসীরা !

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

টেকনাফ প্রতিনিধি::

কক্সবাজারের টেকনাফে বাকবিতন্ডতা জের ধরে চার সহোদরকে কুপিয়ে মারাত্মক আহত করেছে সন্ত্রাসীরা।তাদের অবস্থা আশঙ্কজনক।বতমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত চারজন হলেন-টেকনাফ সদর ইউনিয়নের মহেষখালীয়াপাড়ার বাসিন্দা বাদশা মিয়ার ছেলে প্রতিবন্ধী(বোবা ও বধির)মঞ্জুর আলম(৩৩),হাছন আহমদ (৪৭), হাফেজ আহমদ (৪৫) ও শাকের আহমেদ (৪০)।

শনিবার রাত আটটার দিকে উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের মহেষখালীয়াপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
আহতদের পরিবার সূত্র জানায়, টেকনাফ সদর ইউনিয়নের মহেষখালীয়াপাড়া এলাকার আব্দুল আজিজ দীঘদিন আগে প্রতিবন্ধী(বোবা ও বধির)মঞ্জুর আলমকে টাকার বিনিময়ে একটি প্রতিবন্ধী কাড পাইয়ে দেওয়ার আশস্ত করে টাকা আদায় করেন।কিন্তু এখনও আজিজ কাড দিতে না পারায় প্রতিবন্ধী মঞ্জুরের সঙ্গে বাকবিতন্ডতা হয়।এক পর্যায়ে প্রতিবন্ধী মঞ্জুর আলমকে মারধর করে গুরুতর আহত করে।

এ ঘটনার খবর পেয়ে প্রতিবন্ধী মঞ্জুরের পরিবারের লোকজন স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করতে যাবার প্রস্তুতিকালে একই এলাকার হাছান আহমদ (৪৫), মো রওশন (৪০), ছৈয়দুর রহমান (৩৮), মো আদেল (৩৫), আব্দুল আজিজ (৩৩) ও তার জামাতা টিংকুর নেতৃত্বে ৮/১০জন ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিবন্ধী মঞ্জুর আলমের ভাইদের উপর হামলা চালায়।এতে হাছন আহমদ (৪৭), হাফেজ আহমদ (৪৫), শাকের আহমেদ (৪০)কে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে।পরে স্থাণীয় লোকজন এগিয়ে এলে গুরুতর আহত অবস্থায় তাদের ফেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।এলাকার লোকজন এগিয়ে এসে মুমূর্ষ অবস্থায় আহতদের উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে আহতদের অবস্থা আশঙ্কজনক হওয়াই কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।আহতদের অবস্থার অবনতি হওয়ায় জেলা সদর হাসপাতাল থেকে তাদের চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর জরুরি বিভাগের চিকিৎসক আল আমিন বলেন,রাতে চারজন সহোদরকে হাসপাতালে আনা হয়।তাদের কারো মাথায় কুপ, কারো হাতে আবার কারো পেটে ও পায়ে ছুরিকাঘাত রয়েছে।তাদের অবস্থা আশঙ্কজন হওয়াই তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার পাঠানো হযেছে।

আহতদের পরিবারের স্বজনরা জানান,বেশ কিছুদিন আগে প্রতিবন্ধী মঞ্জুরের কাছ থেকে একই এলাকার আব্দুল আজিজ টাকা নিয়ে প্রতিবন্ধী ভাতার কার্ড বানিয়ে দিবেন বলে মোটা অংকের টাকা নেন।কিন্তু প্রতিবন্ধী মঞ্জুরকে বিভিন্ন সময় কার্ডের ব্যাপারে জিজ্ঞাসা করলে কালক্ষেপন করে আসছিলেন।তারই সূত্র ধরে, দুইজনের মধ্যে বাকবিতন্ডতা সৃষ্টি হয়।এরপর আজিজ সন্ত্রাসীদের নিয়ে হামলা চালিয়ে চার সহোদরকে মারাত্মক আহত করেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় আহত পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের আটক করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আরো খবর: