সংবাদ বিজ্ঞপ্তি::
ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন-আইএলওর অর্থায়নে এবং কক্সবাজার চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রাস্টির সহযোগিতায় জেপি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (জেপিটিটিসি) কর্তৃক বাস্তবায়িত হাউসকিপিং (লেভেল ২) এবং প্লাম্বিং (লেভেল ১) ট্রেনিংয়ের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জেপি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (জেপিটিটিসি) ট্রেনিং সেন্টারে ৪০ জন প্রশিক্ষণার্থীর দক্ষতা উন্নয়নের লক্ষ্যে অপ্রাতিষ্ঠানিক এই ট্রেনিং উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কৌশিক খান, যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ চন্দ্র পাল, সিসিসিআই প্রকল্প সমন্বয়ক মোহাম্মদ হুমায়ুন কবির, সিসিসিআই প্রকল্প কর্মকর্তা খায়রুল বাসার, নির্মাণ শ্রমিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন ও সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা স্কাসের সহকারী পরিচালক তারিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, এই ধরনের প্রশিক্ষণ যুবকদের দক্ষতা উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হাউসকিপিং এবং প্লাম্বিং প্রশিক্ষণের জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে চাহিদা রয়েছে। দক্ষতার অভাবে আমাদের যুবকরা চাকরি পেতে সমস্যার সম্মুখীন হচ্ছে।
তারা আরো বলেন, সকল শিক্ষার্থীর জন্য প্রশিক্ষণটি সঠিকভাবে গ্রহণ করে নিজেদের দক্ষ ব্যক্তি হিসেবে প্রস্তুত করা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সকলের এই ধরণের প্রশিক্ষণের জন্য জেপিটিটিসিকে প্রয়োজন অনুযায়ী সমর্থন করা উচিত।
####